যেভাবে সন্ধান মিলল বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তার
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের একটি আবাসিক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।
রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার বলেন, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।
সদর থানার ওসি আদিল হোসেন বলেন, নাইমকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।
উদ্ধার অভিযানে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক নিখোঁজ ছিলেন। মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইমকে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আইনিপ্রক্রিয়া শেষে বুধবার ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

15 hours ago
6









English (US) ·