ফেনীতে র্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের ৮ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুঞা বাসস্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বেকের বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের জন্য দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মকবুল আহমদ (৫৬) ও ওয়াসিম উদ্দিন (২৫)। তারা টাকা উত্তোলন করে সকাল সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের মাতুভুঞা বাসস্ট্যান্ড নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে সড়কে প্রাইভেটকারযোগে দাঁড়িয়ে থাকা র্যাবের পোশাক পরিহিত ৪ ব্যক্তি তাদের হাতে হাতকড়া পরিয়ে মুখে কালো কাপড় বেঁধে টাকাসহ প্রাইভেটকারযোগে পালিয়ে যায়।
ভুক্তভোগী মকবুল আহমদ কালবেলাকে জানান, তারা আমাদের র্যাব সদস্য পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রাইভেট কারে ৮ লাখ ১৭ হাজার টাকাসহ তুলে নেয়। আমরা আমরা চিৎকার করলে তারা আমাদের বেদম প্রহার করেছে। পরে অজানা একটা জায়গায় আমাদের নামিয়ে দেয়। স্থানীয় এক লোক আমাদের বাধঁন খুলে দিলে তারা আমাদের বলে এটি নোয়াখালীর সেনবাগ এলাকা। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা এলাকায় পৌঁছেছি।
ব্যাংকের এজেন্ট মহি উদ্দিন ট্রের্ডাসের স্বত্বাধিকারী মহিউদ্দিন জানান, আমার ওই দুজন স্টাফ প্রতিদিনের মতো টাকা উত্তোলন করে নিয়ে আসার পথে তাদের র্যাব পরিচয় দিয়ে ব্যাংকের টাকাগুলো লুট করে নিয়ে যায়। আমি এ বিষয়ে দাগনভুঞা থানায় অভিযোগ দায়ের করতে আসছি।
এ বিষয়ে ফেনী র্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান কালবেলাকে জানান, এটি প্রতারক চক্রের কাজ। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সুনাম ক্ষুণ্নের জন্য এসব করছে। এ বিষয়ে ফেনী র্যাব কাজ করছে। কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর এ বিষয়ে পুলিশ কাজ শুরু করে দিয়েছে। আশা করছি অপরাধী দ্রুত আইনের আওতায় আসবে।
 

 23 hours ago
                        10
                        23 hours ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·