তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলনে রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ যুক্ত আছেন। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়; এটি একটি সামাজিক আন্দোলন। এর বিপক্ষে যারা অবস্থান নেবে, তারা জাতির শত্রু, রংপুরের শত্রু এবং তিস্তা পাড়ের মানুষের শত্রু।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জেন-জি’ আয়োজিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে ব্যতিক্রমী বিনোদনধর্মী আয়োজন— ফ্ল্যাশমব প্রদর্শনী শেষে এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাবেক উপমন্ত্রী আহসান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেন, রংপুরের মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই— কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী গোষ্ঠীর প্ররোচনায় কেউ যেন দুই কোটি মানুষের স্বপ্নের বিপক্ষে অবস্থান না নেয়। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু না হলে, আন্দোলনের পরবর্তী ধাপে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপির রংপুর অঞ্চলের এ নেতা বলেন, জেন-জি সংগঠনের তরুণদের অংশগ্রহণ তিস্তা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।
সরকারের ‘গড়িমসির’ সমালোচনা করে দুলু বলেন, ‘সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই আমরা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছি।’ এ সময় জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথাসহ স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

13 hours ago
10









English (US) ·