রাউজান থেকে এনিসিপির মনোনয়ন নিলেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী

3 hours ago 9

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন মোহাম্মদ মহিউদ্দীন জিলানী। 

সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জিলানী। এ সময় তিনি জানান, রাউজানের উন্নয়ন ও জনগণের সেবাকে সামনে রেখে নির্বাচন করব। 

এদিকে ৫ আগস্টের পর থেকে রাউজানে টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। এই আসনে বিএনপি, জামায়াত ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে।

এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে মোহাম্মদ মহিউদ্দীন জিলানীর মনোনয়ন নেওয়াকে রাউজানের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Read Entire Article