ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ন্যাটোর দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
বুধবার এক ফোনালাপে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন। শাহবাজ বলেন, ‘এই নৃশংস হামলার শিকারদের জন্য তুরস্কের প্রার্থনা ও সহমর্মিতা আমাদের সাহস জুগিয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কখনও পিছপা হবে না।
এ ছাড়া, শেহবাজ শরীফ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকেও সাধুবাদ জানান।
এর আগে পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

 5 months ago
                        85
                        5 months ago
                        85
                    








 English (US)  ·
                        English (US)  ·