আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট পাওয়া যাবে শনিবার থেকে। ওই দিন দুপুর ১২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে স্বত্ত্ব পাওয়া টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। এবার ঘরের মাঠে তার অভিষেকের অপেক্ষা। যে কারণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিটের জন্য দর্শকদের আগ্রহ বেশি।
বাফুফে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই ভেন্যুতেই ৪ জুন একটি প্রীতি ম্যাচ আছে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচেও হয়ে যেতে পারে হামজা চৌধুরীর অভিষেক। ৪ ও ১০ জুন দুই ম্যাচের টিকিটই বিক্রি হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই। কখন খেলা, টিকিট ছাড়া হবে কবে, অনলাইনে নাকি অন্য মাধমে- এসবই ছিল ফুটবল সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশ করেছে টিকিট বিক্রি শুরুর তারিখ, টিকিটের মূল্য এবং টিকিট কেনার প্ল্যাটফর্ম।
টুর্নামেন্ট কমিটির প্রধান গোলাম গাউস জানিয়েছেন, ২৪ মে থেকে অনলাইনে মিলবে ম্যাচের টিকিট।- এই ওয়েবসাইটে গিয়ে কেনা যাবে।
১০ ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সরে টিকেটের মূল্য ৫ হাজার টাকা করে। ভিআইপি-১ রেড বক্স টিকিটের দাম ৪০০০ টাকা ধার্য করা হয়েছে, ভিআইপি-২ ও ভিআইপি-৩ এর টিকেটের মূল্য সমান ২৫০০ টাকা করে। এছাড়া স্কাইভিউ ৩০০০, ক্লাব হাউজ-১ টিকিট ২৫০০, ক্লাব হাউজ-২ এর টিকিট বিক্রি হবে ২০০০ টাকায়। আর সাধারণ গ্যালারি টিকেটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা।
একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটতে নাম, ফোন নাম্বার, ই-মেইল আইডি এবং এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড লাগবে।
টিকিফাই-এর ফাউন্ডার ইফতেখার ইফতি জানিয়েছেন, বড় বড় ইভেন্টের টিকিট বিক্রির অভিজ্ঞতা আছে তাদের। যদিও আতিফ আসলামের ঢাকার অনুষ্ঠানের সেই ইভেন্ট নিয়ে আছে অনেক অব্যবস্থাপনার অভিযোগ।
টিকিট বিক্রি করা টিকিফাই জানিয়েছে, সবাইকে টিকিট নিয়ে মাঠে ঢুকতে হবে। বাচ্চাদের জন্যও লাগবে টিকিট।এছাড়াও টিকিফাইয়ের মাধ্যমে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও কাটা যাবে। এই ম্যাচের গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া দুই ম্যাচেই একটা বড় অংশের টিকিট সৌজন্য হিসেবে দেওয়া হবে ফুটবল সহযোগীদের। আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একটা বড় অংশের টিকিট নিজেদের ক্যাম্পেইনের জন্য কিনে নিবে মোবাইল অপারেটিং প্রতিষ্ঠান রবি।
আরআই/এমএমআর/জিকেএস

5 months ago
11









English (US) ·