শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে শরীরে পেট্রল ঢেলে নিজে আগুন লাগিয়ে দেওয়ার পর পুরো শরীর ঝলসে যাওয়া যুবক রায়হান চিকিৎসাধীন মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে রায়হানের বন্ধু খাজা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
এর আগে, গত মঙ্গলবার (২৮) দুপুরের দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন ওই যুবক।
ওই দিন সন্ধ্যার পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শরীরের অধিকাংশ জায়গা পুড়ে হাত ও পায়ের ত্বকের চামড়া ঝুলে পড়ছে রায়হানের। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল তখন।
জানা যায়, রায়হান মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকার চান মিয়ার ছেলে। প্রথমে প্রেম এবং পরে বাবা-মার সম্মতিতে প্রায় ৮-৯ বছর আগে তিনি বিয়ে করেন একই ইউনিয়নের বড় দিঘিরপার গ্রামে। দাম্পত্য জীবনে দুটি সন্তানও রয়েছে তাদের। কিন্তু এরই মধ্যে রায়হান অনলাইন জুয়ার পাশাপাশি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
দুই মাস আগে স্থানীয় এক নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করতে গিয়ে ধরাও পড়েন তিনি। পরে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী নিজের গহনা বিক্রির টাকায় ঘটনাস্থল থেকে ছাড়িয়ে আনেন তাকে। এমন ঘটনার সপ্তাহ না পেরুতেই আরেক নারীকে বিয়ে করবেন বলে স্ত্রীকে চাপ দেন রায়হান।
স্থানীয়রা জানান, নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুকুরে লাফ দিয়েছিলেন রায়হান। মূলত পারিবারিক কলহের জেরে এমন কাণ্ড ঘটনা রায়হান।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. আব্দুল মোন্নাফ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ইউনিয়ন পরিষদে দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে তার দেখা পাওযা যায়নি।
এ বিষয়ে ধোপাডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বলেন, এক বাপের এক বেটা হলে যা হয় আর কী। অনলাইন জুয়া এবং অন্য কিছুর প্রতি আসক্ত কিনা জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
সুন্দরগঞ্জ থানার ওসি আ. হাকিম আজাদ বলেন, রায়হান নিজে নিজেই তো ঘটনাটি ঘটিয়েছে। এ নিয়ে আর কে অভিযোগ দেবে বলুন।

13 hours ago
7









English (US) ·