শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারের সামনে একাধিক হাতবোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (০৯ নভেম্বর) রাত ২টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চিকন্দী আইনজীবী সমিতির সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতি ভবনের সামনে হাতবোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব হলেও এ ঘটনায় তা নিশ্চিত হয়নি। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
চিকন্দী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লা বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় গাফিলতি ছিল বলেই এ হামলার ঘটনা ঘটেছে। আইনজীবীদের নিরাপত্তার জায়গায় এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবনে হাতবোমা নিক্ষেপ ও এক আইনজীবীর চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনায় এলাকায় এখনো উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

2 hours ago
4









English (US) ·