শর্টকাটে বড়লোক হতে গুপ্তধনের নেশায় যুবক

1 day ago 9

বড়লোক হওয়ার আশায় দাদা যেমন গুপ্তধনের খোঁজে জীবন কাটিয়ে গেছেন নাতিরও যেন একই নেশা! দাদা গুপ্তধনের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসেননি। নাতিরও কি একই দশা হবে? এমন প্রশ্ন নিয়ে এক হাস্যকর ও সাসপেন্সভরা কাহিনিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’।

মাজিদুল ইসলাম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা। এতে তার বিপরীতে দেখা যাবে লামিমা লামকে। আগামী ৩০ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

আরও পড়ুন
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আর দেখা যাবে না শিমুলকে 
ব্যাচেলর পয়েন্টের ‘নোয়াখালীর শিমুল’ এখন সবার প্রিয় 

গল্পের কেন্দ্রবিন্দু মুরাদপুর গ্রামের মামুন। তার দাদা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর ফিরে আসেননি। দাদার পথ অনুসরণ করেই মামুনেরও একই স্বপ্ন ‘শর্টকাটে’ বড়লোক হওয়া! কিন্তু এই নেশা তাকে প্রেমিকা লায়লার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। মামুন কি সত্যিই গুপ্তধন খুঁজে পাবে, নাকি ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যাবে সেই রহস্য নিয়েই এগিয়েছে এ নাটকের গল্প।

পরিচালক মাজিদুল ইসলাম বলেন, “শর্টকাট’ আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। এখন সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই গুরুতর বিষয়টিকে হাস্যরস ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।’

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে মামুন ও লায়লা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে শিমুল শর্মা ও লামিমা লাম। আরও রয়েছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া ও শাহাদত শিশির।

এলআইএ/জিকেএস

Read Entire Article