‘শাপলা কলি’ নয় ‘শাপলা’ চায় এনসিপি

5 hours ago 4

নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এ কথা বলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, আমরা ‘শাপলা কলি’ নয় শাপলা চায়। ইসি যেহেতু আগে বলেছিল শাপলা তারা অন্তর্ভূক্ত করতে পারবে না। এখন ইসি যেহেতু শাপলা কলি অন্তর্ভূক্ত করেছে তারা চাইলে শাপলাও অন্তর্ভূক্ত করতে পারবো। কলি নয় আমরা শাপলা ছাড়া অন্যকোনো বিকল্প চিন্তা করছি না।

এমওএস/এমএএইচ/এএসএম

Read Entire Article