কদিন ধরেই মিডিয়ার আলোচিত নাম শামীম হাসান সরকার। নাটকের শুটিং সেটে সহশিল্পীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই নারী শিল্পীর অভিযোগের পর তোপের মুখে শামীম।
এদিকে এক সাক্ষাৎকারে অহনা নাম উল্লেখ না করে তার সাবেক প্রেমিক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। কেউ কেউ ধরেই নিয়েছিলেন অহনার সেই সাবেক আর কেউ নন শামীম।
অহনার বক্তব্যের পর শামীম বলেছিলেন, ওই ব্যক্তি তিনি নন। তবে সেই প্রেমিক কে, শামীম তখন নাম না বললেও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেই ফেললেন।
শামীম জানান, অহনার সঙ্গে সম্পর্ক ছিল বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের।
তিনি আরও বলেন, মেহেদীর সঙ্গে অহনার ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি। ওই সময়েও মেহেদীর সঙ্গে সম্পর্কে ছিল অহনার। আমার কারণেই ওর সঙ্গে সম্পর্ক টেকে নাই।
এদিকে সংবাদ সম্মেলনে অহনার ‘ডাবল টাইমিং’ নিয়ে কথা বলে বেশ আলোচনার জন্ম দেন শামীম। অভিনেতার মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
বিষয়টি নিয়ে ফেসবুকে অহনা লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’
এছাড়া অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’
উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। মাদক সেবন, শুটিং সেটে অশালীন আচরণসহ নানা কারণ উল্লেখ করেন তিনি। ওঠে যৌন হেনস্তা ও ধর্ষণের হুমকির অভিযোগও। যদিও প্রিয়াঙ্কা প্রিয়ার এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শামীম।

5 months ago
61









English (US) ·