শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন হাফেজ রায়হান
                    
            
            জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী আবু রায়হান। বয়স ১৬ বছর হলেও উচ্চতা মাত্র সাড়ে তিন ফুট। কিন্তু ছোট শরীরে আছে বিশাল মনোবল, আছে এক অনন্য আত্মবিশ্বাস। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে জয় করেছেন জীবনের প্রতিকূলতা। 
সীমাবদ্ধতাকে পরিণত করেছেন শক্তিতে। পবিত্র কোরআন হেফজ শেষ করে পড়ছেন একটি কওমি মাদ্রাসার কিতাব বিভাগে। স্বপ্ন দেখছেন একজন বড় আলেম হয়ে দেশের সেবা করার। 
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের শরিয়তপুর গ্রামের কৃষক বাবুর মিয়ার সন্তান রায়হান। চার ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোট থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। চার মাস আগে প্রকল্প দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করে পড়ছেন কিতাব খানার চতুর্থ জামাতে। 
হাফেজ আবু রায়হান বলেন, আমার বাবা কৃষিকাজ করে পরিশ্রম করে আমাকে লেখাপড়া করাচ্ছেন। আমি শারীরিক প্রতিবন্ধী হলেও আমার মনে কোনো দুঃখ নেই। আল্লাহ যে আমাকে এই পথে নিয়ে আসছে এ জন্য আমি শুকরিয়া আদায় করি। আমি যেন বড় আলেম হয়ে দ্বীনের খেদমত করতে পারি এ জন্য সবার দোয়া চাই।
রায়হানের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, রায়হান অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। শারীরিক সীমাবদ্ধতা কখনোই তাকে দুর্বল করেনি। বরং সে তার প্রতিবন্ধকতাকেই বানিয়েছে সফলতার সোপান। অন্য ছাত্রদের সঙ্গে লেখাপড়া এবং খেলাধুলায় ভালো সময় পার করে। সে একদিন অনেক বড় আলেম হয়ে দেশের সেবা করবে।
রায়হানের সহপাঠীরা বলেন, রায়হান ভাই বয়সে আমাদের অনেক বড় হলেও তার সঙ্গে আমরা দুষ্টুমি করি। তিনি কিছু মনে করে না। আমরা একসঙ্গে লেখাপড়া করি, একসঙ্গে খেলাধুলা করি। তার লেখাপড়া আমাদের থেকেও অনেক ভালো। 
রায়হানের বাবা বাবুর মিয়া বলেন, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। অনেকে অনেক কটু কথা বলেছে। আমি কৃষিকাজ করে আল্লাহর রহমতে শিক্ষকদের প্রচেষ্টায় তাকে কোরআনে হাফেজ বানিয়েছি। আমার স্বপ্ন সে একদিন অনেক বড় আলেম হবে। 
প্রকল্প দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রধান মাওলানা জাকের হোসেন বলেন, রায়হান আমাদের প্রতিষ্ঠানের গর্ব। সে শারীরিক প্রতিবন্ধী হলেও তার মেধাশক্তি অনেক প্রখর। সে যেভাবে পরিশ্রম করছে তা অনুকরণীয়। এ ধরনের মেধাবী ছাত্রদের পড়াশোনায় সরকারি সহায়তা পেলে তারা আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।                     
                    
        
        
 6 hours ago
                        7
                        6 hours ago
                        7
                    








 English (US)  ·
                        English (US)  ·