ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) দুপুরে থানা ঘেরাও করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা এখনো থানা ঘেরাও করে রেখেছেন।
থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল বিভাগ বর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত আছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।
এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে ১০-১২ জন জড়িত থাকলেও মাত্র ৩ জনকে গ্রেপ্রতা করাকে আইওয়াশ বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশদ আলোচনার জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দল থানায় প্রবেশ করেছে। বাকি শিক্ষার্থীরা থানার সামনে তাদের ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন।

5 months ago
37









English (US) ·