শাহবাগে ফাঁসিতে ঝুলছে শেখ হাসিনার প্রতিকৃতি
শাহবাগে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসিতে ঝোলানো একটি প্রতিকৃতি প্রদর্শন করেছে ‘জাগ্রত জুলাই’ নামের একটি প্লাটফর্ম।
শনিবার (১০ মে) সরেজমিনে দেখা যায়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একটি গাড়িতে হাসিনার ফাঁসিতে ঝোলানো একটি প্রতিকৃতি টাঙানো হয়েছে। সঙ্গে জুলাই সম্পর্কিত বিভিন্ন লেখা সংবলিত পোস্টার লাগানো হয়েছে।
এগুলোতে লেখা আছে, ‘লাল জুলাইয়ের চেতনা, মলিন হতে দিব না’, ‘ডাইনি বুড়ির বাহিনী, করিস না আর কাহিনি’, ‘আওয়াজ তোলো- তোলো রব, আগে বিচার পরে সব’- ইত্যাদি।
সঙ্গে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা।

5 months ago
134









English (US) ·