শাহরুখপুত্রের প্রেমিকা লারিসার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ
নির্বাচনী প্রচারণার মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনেসি। যিনি আবার শাহরুখপুত্র আরিয়ান খানের কথিত প্রেমিকা হিসেবেও পরিচিত। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে লারিসার ছবি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লারিসা একজন ব্রাজ়িলিয়ান মডেল। বি-টাউনে শাহরুখপুত্রের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কিন্তু রাহুলের অভিযোগের সঙ্গে লারিসার কী সম্পর্ক? ওই ব্রাজিলিয়ান মডেল কি আসলে আরিয়ানের প্রেমিকা । এই সন্দেহের বশেই লারিসার ওপর চড়াও হয়েছেন নেটিজেনরা।
আরও জানা যায়, বুধবার (০৫ নভেম্বর) কংগ্রেস নেতা র আহুল অভিযোগ করেন, ব্রাজ়িলিয়ান মডেল লারিসার ছবি অন্তত ২২টি নির্বাচনী বুথে দেখা গিয়েছে। সীমা, সুইটি, সরস্বতী, এমন একাধিক নামে দেখা গিয়েছে তার ছবি।
এখানেই দ্বন্দ্বে পড়েছেন নেটিজেনরা। তারা মনে করছেন, এই ব্রাজিলিয়ান মডেলই আসলে আরিয়ানের প্রেমিকা লারিসা। তারপর থেকেই লারিসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মন্তব্যের ঘরে গিয়ে কুমন্তব্য করছেন তারা।
অনেকেই সেখানে খোঁচা দিয়ে লিখেছেন, ‘নতুন ভারতীয় পরিচয়ের জন্য আপনাকে অভিনন্দন। একজন আবার লিখেছেন, ‘ব্রাজিলের বিজেপি ভোটার আপনি। আপনাকে অনেক অনেক স্বাগত। একটা নয়। আপনার তো একাধিক পরিচয়।’
তবে লারিসার অনুরাগীরা তার পাশে দাঁড়িয়েছেন। লারিসা যে আসলে সেই ব্রাজিলিয়ান মডেল নন, তা জানিয়েছেন তারা।
এদিকে এ বিতর্ক নিয়ে কোনো রূপ মন্তব্য করেননি আরিয়ান ও লারিসা।

2 hours ago
4









English (US) ·