শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য আর তারকাবহুল কাস্টিং—সব মিলিয়ে ছবিটিকে এখনই ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে দেখা হচ্ছে।
বলিউড হাঙ্গামার এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। কিন্তু কাহিনি ও অ্যাকশন দৃশ্যের পরিধি বাড়তে থাকায় সেই বাজেট এখন প্রায় ৩৫০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, এই বিশাল বাজেটের মধ্যে এখনো সিনেমার বিপণন ও প্রচারণার খরচ যোগ করা হয়নি।
জানা গেছে, প্রথমদিকে ছবিটি পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, যেখানে শাহরুখের ভূমিকাটি ছিল তুলনামূলক সীমিত। কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পটি পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে গেলে তিনি শাহরুখের সঙ্গে বসে নতুন করে এর গল্প ও ভিশন সাজান। তাদের লক্ষ্য একটাই—এমন এক ভারতীয় অ্যাকশন ছবি তৈরি করা, যার ভিজ্যুয়াল বৈচিত্র্য ও পরিসর আন্তর্জাতিক মান ছুঁয়ে যাবে।
এই ৩৫০ কোটির বাজেটে সিনেমাটিতে রাখা হয়েছে ৬টি বিশাল অ্যাকশন সিকোয়েন্স। এর মধ্যে ৩টি বাস্তব লোকেশনে এবং বাকিগুলো বিশেষভাবে নির্মিত সেটে শুট করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশেষ করে শাহরুখ খানের ইনট্রোডাকশন দৃশ্যকে কেন্দ্র করে ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।
‘কিং’-এর প্রযোজনায় আছেন গৌরী খান ও মমতা আনন্দ, আর শাহরুখ নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। ট্রেড বিশ্লেষকরা মনে করছেন, ‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ব্যয়সাপেক্ষ প্রকল্পগুলোর একটি হতে যাচ্ছে।
২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে নতুন সব রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

5 hours ago
7









English (US) ·