শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

5 hours ago 7

নেত্রকোনার কেন্দুয়ায় মাসুম বিল্লাহ নামে এক মাদরাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাসকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রায়পুর গ্রামের কেন্দুয়া–আঠারবাড়ী পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই শিক্ষকের গতিরোধ করে মারধর ও পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। দিনদুপুরে এ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষক মাসুম বিল্লাহ (২৭) পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদরাসার এবতেদায়ি বিভাগের শিক্ষক। তিনি জানান, মাদরাসার অক্টোবর মাসের বেতনের চেক নিয়ে কেন্দুয়া অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। প্রতিরোধের চেষ্টা করলে তারা তাকে মারধর করে গ্যাস লাইটার দিয়ে পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, প্রাণ বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার প্যান্টের পকেটে থাকা ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত আঠারবাড়ীর দিকে পালিয়ে যায়। আশপাশে কেউ না থাকায় চিৎকার করেও সহযোগিতা পাননি। পরে খবর পেয়ে মাদরাসার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় শিক্ষক মাসুম বিল্লাহ বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article