শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা
তীব্র গরমে ঠান্ডা পানি ও শীতকালে শিক্ষার্থীদের গরম পানি পেতে পানির ফিল্টার বসিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মোস্তাকিন আল মামুন পিয়াল। তিনি ঢাবি ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
বৃহস্পতিবার (০৮ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কলা ভবন ক্যাফেটেরিয়ায় দুটি পানির ফিল্টার দিয়েছেন পিয়াল।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার।
এ বিষয়ে জানতে চাইলে পিয়াল কালবেলাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হল, অনুষদ ,কেন্দ্রীয় লাইব্রেরিসহ ক্যাফেটেরিয়াগুলোতে ভালো মানের ফিল্টারের ব্যবস্থা না থাকায় আমাদের অনেক শিক্ষার্থী নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। যা খুবই ভয়াবহ ব্যাপার।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক দিক বিবেচনায় অনেকদিন থেকে ফিল্টার স্থাপনের জন্য কাজ করার চিন্তা করছিলাম। প্রচণ্ড গরম ও সব দিক বিবেচনায় শিক্ষার্থীদের জন্য ঠান্ডা ও গরম পানি সরবরাহে দুটি ফিল্টার টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়ায় স্থাপন করি।
এদিকে পিয়ালের এমন কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। ছাত্র সংগঠনগুলোকে এমন ইতিবাচক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যোগাযোগ সম্পাদক জোসেফ আল জোবায়ের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ রিজভী, মৈত্রী হল ছাত্রদলের নাদিরা শারমিন, মুহসীন হল ছাত্রদলের শিবলী রহমান পাভেল, সূর্যসেন হল ছাত্রদলের শাকিল আহাম্মেদ, মুহসীন হল ছাত্রদলের মিলন মাহমুদ, হেলাল আহমেদ, সোহান, আনজির আব্দুল্লাহ, লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ছাত্রদলের শাকিল সরকার প্রমুখ।

5 months ago
85









English (US) ·