শিবচরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

2 weeks ago 14

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জাহিদ হোসেন শিবচরের গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণিতে পড়তো।

পুলিশ, পারিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন পুকুরে জাহিদ বন্ধুদের সঙ্গে গোসলে নামে। সে সাঁতার না জানায় ডুবে যায়। এসময় খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এএসএম

Read Entire Article