শির সঙ্গে বৈঠকের পর শুল্ক কমালেন ট্রাম্প
দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শাফাক নিউজের।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র চীনা আমদানির ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে আনার সিদ্ধান্ত নেয়। এছাড়া ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামানো হয়েছে।
এর বিনিময়ে চীন ফেন্টানিল পাচার রোধ, মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু, এবং বিরল খনিজ পদার্থের রপ্তানি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ২০১৯ সালের পর ট্রাম্প ও শি’র প্রথম সাক্ষাৎ। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প একে অসাধারণ আখ্যা দিয়ে বলেন, চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমনে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের আস্থা তৈরি হয়েছে।
বুসান বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শেষ হয়। সফরে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনা করেন।
ট্রাম্প আরও জানান, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফরে যাবেন, এবং তার পরপরই সি চিনপিং যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন।

3 hours ago
5









English (US) ·