শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

2 weeks ago 12

টাঙ্গাইলের মির্জাপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হানিফ মিয়া (৫০) নামে রেল ক্রসিংয়ের গেটম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হানিফ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাগুনাথপুর গ্রামের আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হানিফ জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল স্টেশনের রেল ক্রসিংয়ের গেটম্যানের চাকরি করেন। বৃহস্পতিবার তিনি এলাকার ১৩ বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে টাকার প্রলোভন দেখিয়ে রেল স্টেশনের আবাসিক ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজন দেখে আবাসিক ভবনে যান। এসময় ওই শিশুটি আবাসিক ভবন থেকে বেরিয়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরে সে আত্মীয়স্বজন নিয়ে আবার ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে তাকে টাকার প্রলোভন দিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে জানায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে গেটম্যান তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে শিশুটি অভিযোগ করে। পরে স্থানীয় লোকজন হানিফকে গণপিটুনি দিয়ে বিকেলে মির্জাপুর থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল বলেন, স্থানীয় লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হানিফকে আটকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জিকেএস

Read Entire Article