শেষ সিনেমায় জুবিনকে বিশেষ শ্রদ্ধা আসামবাসীর
আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ শুধু গায়ক হিসেবেই নন, বরং বহুমুখী প্রতিভার অধিকারী একজন শিল্পী। গানের পাশাপাশি সুরকার-সংগীত পরিচালক,অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও বেশ পরিচিত ছিলেন। ৩১ অক্টোবর আসামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় জুবিন গার্গের অভিনীত সর্বশেষ সিনেমা ‘রই রই বিনালে’।
সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি বরং ছবির গল্পও লিখেছেন নিজে। সংগীত পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেন আসামের জনপ্রিয় পরিচালক রাজেশ ভূঞা।
প্রয়াত গায়ক তথা অভিনেতার শেষ ছবির মুক্তি নিয়ে তাই প্রথম থেকেই আবেগপ্রবণ ছিলেন অনুরাগীরা।
ভারত গণমাধ্যমের খবর, শুক্রবার থেকে আসামে কেবল জুবিনের এই ছবিটিই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। একই সময়ে মুক্তি পাওয়া অন্যান্য ছবি যেমন— ‘সিঙ্গেল সালমা’, ‘দ্য তাজ স্টোরি’, ‘দ্য ব্ল্যাক ফোন ২’, ‘গুড বয়’ ছবিগুলো ও চলছে না কোনো প্রেক্ষাগৃহে। এমনকি সম্প্রতি পুনঃমুক্তি দেওয়া ‘বাহুবলী’ সিনেমাটিও প্রেক্ষাগৃহে প্রদর্শিত করা হবে না।
ছবিটির বক্স অফিস সাফল্য নিয়ে আশাবাদী জুবিন ভক্তরা। কারণ মুক্তির আগেই চোখে পড়ার মতো টিকিট বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছে সিনেমাটি। প্রয়াত এই গুণী শিল্পীর সর্বশেষ সিনেমার প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে প্রতিটি প্রেক্ষাগৃহেই জুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। আসামের ঐতিহ্যবাহী পোশাক (উত্তরীয়) দিয়ে সাজানো হয় আসনগুলো। তার উপরে রাখা হয় জুবিনের ছবি। এ সময় ফুলে ফুলে সেজে ওঠে ছবি ও সিনেমার আসনগুলো।
উল্লেখ্য, ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জুবিনের স্ত্রী গরিমা সমাজমাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। ছবি মুক্তি নিয়ে তিনিও তারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এই সবের মাঝেও সেই একই প্রশ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে— ঠিক কী হয়েছিল ১৯ সেপ্টেম্বর?
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়েই অকালে প্রাণ হারান না-কি পরিকল্পিত কোনো হত্যার ফাঁদে ফেলা হয়েছিল গায়ককে। এ নিয়ে ধোঁয়াশা কাটছেই না।

17 hours ago
9









English (US) ·