শেষকৃত্য সেরে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন মৃত

21 hours ago 7

আমরা প্রতিনিয়ত নানা বিচিত্র আর চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হই। এবার সামনে এসেছে ঠিক তেমনই একটি ঘটনা। শেষকৃত্য সেরে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বাড়ি ফিরেই দেখেন উঠোনে বসে হাসছেন মৃত সেই ব্যক্তি। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে মৃত ঘোষণা করা এক যুবক জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। সেখানকার একটি কুয়া থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের এক পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ। 

তদন্তে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নাম পুরুষোত্তম।  তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আনন্দবাজার জানিয়েছে, শেষকৃত্য শেষে ফিরে আসার পর পরিবার এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। বাড়ি ফিরে তারা দেখেন, শেষকৃত্য করা ওই ব্যক্তিই বাড়ির উঠোনে হাসিখুশি ভঙ্গিমায় সে রয়েছেন। এ ঘটনায় গোলক ধাঁধায় পড়ে যায় পুলিশ। 

সুরজপুর পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানান, শেষকৃত্য করা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হবে। তার দেহাবশেষ পরীক্ষা করা হবে। মরদেহের পোশাক ও অন্যান্য মালামাল সংরক্ষিত রয়েছে।

Read Entire Article