সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ অক্টোবর ২০২৫

2 weeks ago 19

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় সহায়তা এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রবাহ কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনো প্রয়োজনের তুলনায় অতি সামান্য। সংস্থাটি বর্তমানে অঞ্চলটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে তিনজন গ্রেফতার

রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। ২০২৩ সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাজ্যে রেকর্ড অভিবাসনপ্রত্যাশীর আগমন, নতুন চাপে সরকার

চলতি বছর এরই মধ্যে প্রায় ৩৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৪ সালের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে।

মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের হাতে লিখে চিঠি পাঠালেন ট্রাম্পের নাতনি

গাজা থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিদের প্রত্যেককে হাতে লেখা চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি আরাবেলা কুশনার। ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জারেড কুশনারের মেয়ে ১৪ বছর বয়সী আরাবেলার লেখা চিঠিগুলো মুক্ত হওয়া ইসরায়েলিদের হাতে ব্যক্তিগতভাবে পৌঁছে দিয়েছেন জারেড কুশনার।

গাজায় তুর্কি সেনাদের প্রবেশ করতে দেবে না নেতানিয়াহু

গাজায় স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে মিশরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ বাহিনীতে মিশরের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া এবং আজারবাইজানকে মূল সৈন্যদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এশিয়া সফরে যেসব দেশে যাবেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এশিয়া সফরে আসছেন। বুধবার (২২ অক্টোবর) ট্রাম্প জানিয়েছেন, তিনি মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। তবে তার সফরসূচি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি হোয়াইট হাউস। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে কিনা সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

ফরাসি জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফরাসি নাগরিক ওমর ওমসেন দিয়াবি নেতৃত্বাধীন ফিরকাতুল গুরাবা জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উভয় পক্ষের এমন সিদ্ধান্তের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্পের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এখন স্পষ্ট যে যুক্তরাষ্ট্র রাশিয়ার শত্রু এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান।

বিদেশি সাংবাদিকদের গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনও বিদেশি সাংবাদিকদের গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য গাজায় সরাসরি সংবাদ সংগ্রহ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। যুদ্ধের প্রকৃত তথ্য গোপন ও যুদ্ধাপরাধ আড়াল করতেই বিদেশি সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রশংসা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে মস্কোর ওপর আরও চাপ প্রয়োগ করা প্রয়োজন।

এমএসএম/জেআইএম

Read Entire Article