‘সংসারগুলো এখন অশান্তির জাহান্নাম’

6 hours ago 2

‘সংসারগুলো হয়েছে এখন অশান্তির জাহান্নাম। বাচ্চা মানুষ হবে কীভাবে!’ বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ১ নভেম্বর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘আব্বারা, একটু চোখ বন্ধ করে আম্মাদের জড়িয়ে ধরে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করবেন, আপনার প্রাণপ্রিয় বাচ্চারা সেখান থেকেই দুনিয়ার বুকে এসেছে। আম্মা কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসার দাবিদার আব্বা। ভালোবাসায় পরিপূর্ণ করে দিন সংসার। কল্যাণ হোক আমাদের প্রাণপ্রিয় বাচ্চাদের।

সংসারগুলো হয়েছে এখন অশান্তির জাহান্নাম। বাচ্চা মানুষ হবে কীভাবে! প্রায় প্রতিটি বাচ্চা বড় হচ্ছে মানসিক ট্রমা নিয়ে। আবার বলছি, এই দেশ কেয়ামত পর্যন্ত বসবাসযোগ্য হবে না। আপনি ২০-২২ কোটি মানুষকে কখনোই পথে আনতে পারবেন না। এই সীমিত ভূমির মাঝে এই সংখ্যা বাড়তেই থাকবে। অমানুষ ছাড়া মানুষ আর খুঁজে পাবেন না। দূষিত রাজনীতি, দূষিত আমলাতন্ত্র, দূষিত সরকারিতন্ত্র এ দেশ থেকে কখনোই দূর হবে না।

আরও পড়ুন
এই দেশ হয়ে গেছে দুর্নীতিবাজদের: মাহবুব কবীর মিলন
ঝড়ে পড়া গাছ কাটার অনুমতি নিয়ে জটিলতা

কাজেই নিজের ঘরের দিকে মনোযোগ দিন। বাচ্চাদের সুসন্তান বানান। ভালো মানুষ বানান। তাদের সত্যবাদী বানান। এতে লাভ হবে আপনার। এরপর দেশ ও দশের।

তার আগে নিজের সংসারে শান্তি আনুন। আব্বাদের প্রতি অনুরোধ, শুধু চামড়াকে গণ্ডারের চামড়া বানাবেন। ওপারে যতোই চিৎকার, চেঁচামেচি, রাগ আর ভাঙাভাঙি হোক, হয় শুধু হাসবেন, না হয় বাচ্চাদের সাথে খেলবেন। না হয় আমার মত ঠেসে জড়িয়ে ধরবেন। খেল খতম। আম্মাদের প্রতি অনুরোধ, আব্বাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। প্লিজ অবজ্ঞা করবেন না।

স্ত্রীর প্রতি হিরোইজম এবং চেঙ্গিস খান আর হালাকু খান হয়ে সংসারে শান্তি কখনোই আনতে পারবেন না। কোনো ধর্ম আর কর্মেই সেটা অনুমোদিত নয়। (পরকীয়া আর অমানুষ বাদে)।’

এসইউ/জেআইএম

Read Entire Article