সমালোচনাকে আমি সম্মান করি : সারা আলি খান

4 hours ago 6
তারকা পরিবারের সন্তান হয়েও সহজ জীবন তার কপালে লেখা ছিল না। আলো ঝলমলে জীবনের পেছনে লুকিয়ে থাকে কষ্টের ছায়া। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের জন্য খ্যাতি যেমন আশীর্বাদ, তেমনই এক কঠিন পরীক্ষার ময়দান। কখনও ট্রোল, কখনও তুলনা, সবই যেন তার নিত্যসঙ্গী। তবু মানসিক যন্ত্রণার এই ঘূর্ণিপাক থেকে নিজেকে দৃঢ়ভাবে সামলে নিতে জানেন এই তারকা কন্যা। সম্প্রতি এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন এই সুন্দরী।  সারা বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে। তার প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পর  ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘আতরঙ্গী রে’, ‘জারা হাটকে জারা বাঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। নিজের অভিনইয় দক্ষতার মাধ্যমে বলিউডে নিজের বিশেষ একটি জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।  কিন্তু, তিনি যে পেশায় কর্মরত সেখানে দর্শকের মতামতই শেষ কথা, সেখানে লাগাতার কটাক্ষ সহ্য করাও সহজ নয়। এ বিষয়ে সারা বলেন, ‘আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তা হলে চারদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।‘ তিনি আরও বলেন, ‘আমি নিজেকে বারবার মনে করাই, আমার কাজের সম্পর্কে সংগঠিত সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটাকে সম্মান করি।‘ তবে কটাক্ষ অনেক সময় মনোবল নষ্ট করে দেয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেই না।‘ তার কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কে?  আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা। 
Read Entire Article