ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে এ সম্ভাব্য তারিখ জানানো হয়।
সম্ভাব্য সূচি অনুযায়ী- ২০২৪ সালের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই, দ্বিতীয় বর্ষের ২৮ অক্টোবর, তৃতীয় বর্ষের ৩ ডিসেম্বর এবং চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এছাড়া স্নাতকোত্তর শেষপর্বের পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর।
সাত কলেজের অধ্যক্ষকে দেওয়া চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে সম্ভাব্য এ সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।
- আরও পড়ুন
- ঈদের আগেই বেতন-বোনাস পাবেন এমপিও শিক্ষকরা: মাউশি ডিজি
- নগদের সিইও জালিয়াত, পদে থাকতে পারবেন না: গভর্নর
সম্ভাব্য তারিখ প্রকাশের কারণ হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি জরুরি। একই সঙ্গে সম্ভাব্য এসব তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে একাডেমিক সেশনজট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাক্রমে ফিরে যেতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এএএইচ/কেএসআর/জিকেএস

5 months ago
13









English (US) ·