সাধারণ বলে বাসমতি আমদানি, ৮০ মেট্রিক টন চাল জব্দ

1 week ago 11

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাসমতি চাল আমদানির অভিযোগে শশী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের প্রায় ৮০ মেট্রিক টন চাল জব্দ করেছে কাস্টমস।

সোমবার (২৭ অক্টোবর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চালের নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার ওমুর মদিন। এর আগে গত ২৩ অক্টোবর স্থলবন্দর থেকে চালগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন-
মনোনয়ন নিশ্চিতের গুজব ছড়িয়ে বিএনপি নেতার আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
ভৈরবে অস্ত্র ঠেকিয়ে প্রবাসী দম্পতির আইফোন-স্বর্ণালংকার ছিনতাই
ফেনীতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

তিনি জানান, গত ২৩ অক্টোবর বন্দরে ভারত থেকে কোনো স্টিকার ছাড়া প্রায় ৮০ মেট্রিক টন সাধারণ চাল লিখে আমদানি করে শশী এন্টারপ্রাইজ। এতে আমাদের সন্দেহ হয়। আমরা চালগুলো জব্দ করে নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঠিয়েছিলাম। আজ বিকেলে রিপোর্ট পেয়েছি। আসলে চালগুলো বাসমতি ছিল। বাসমতি চাল আমদানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শশী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে সাধারণ চাল বলে বাসমতি চাল আমদানি করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

Read Entire Article