সাবেক এমপি জয়সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
                    
            
            সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়সহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, তানভির শাকিল জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, তার মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুর ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক আফরোজা হক খান। 
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা তার নিজ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিগণের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে লেনদেন পরিচালনা করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ করেছেন। অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। 
অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারা বিদেশে পালিয়ে গেলে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে বিলম্ব হবে এবং অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ারসমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 
তানভীর শাকিল জয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের উপনির্বাচনে, তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।                    
                    
        
        
 2 days ago
                        4
                        2 days ago
                        4
                    








 English (US)  ·
                        English (US)  ·