সাবেক এমপি শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

5 months ago 123

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) সংসদীয় আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এসএম শাহজাদার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। ১৭ মে পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুন-অর-রশীদ এ আদেশ প্রদান করলেও বুধবার (২১ মে) বিষয়টি প্রকাশ পায়।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, গত ১৪ মে দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করেন। এতে আদালত এস এম শাহজাদাসহ ৪ আসামির দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা থানাধীন বেতাগী সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামের সায়েদ আলী খান বাড়ির দরজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্বঘোষণা অনুযায়ী বেতাগী সানকিপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টার সময় কাউন্সিল অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা ও অস্ত্রধারী ক্যাডাররা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, লোহার রড ও ককটেল বোমা নিয়ে উপস্থিত হয়ে ৪-৫টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে আহত করে৷ এ ঘটনায় ২০২৫ সালের ১৩ মার্চ বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য শাহজাদাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে দশমিনা থানায় মামলা করা হয়।

এসএম শাহজাদা সাবেক সিইসি নুরুল হুদার বোনের ছেলে। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে পটুয়াখালীর সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য কাজী হেলেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য মহিবুবুর রহমানকেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে আদেশ প্রদান করেন আদালত।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

Read Entire Article