সাম্যের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুক্রবার

5 months ago 28

দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এসএম শাহরিয়ার আলম সাম্যের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করবে ঢাবি শাখা ছাত্রদল।

শুক্রবার (১৬ মে) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এসএম শাহরিয়ার আলম সাম্যর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ঢাবি ছাত্রদল।

এ দোয়া ও মিলাদ মাহফিলটি আগামীকাল শুক্রবার বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এতে উপস্থিত থেকে শহীদ এসএম শাহরিয়ার আলম সাম্যর রুহের মাগফেরাত কামনা করার জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।

Read Entire Article