সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১৬ জন।
বুধবার (২১ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার ৫১৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৩৩ জনকে।
অভিযানিক কার্যক্রমে দুটি এলজি, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি শাবল, একটি বড় কাটার মেশিন এবং একটি বড় কাটার ব্লেড উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর/জিকেএস

5 months ago
76








English (US) ·