সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ২৪ অক্টোবর তার ভেরিয়ায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি এমন দাবি করেন।
সাংবাদিক ইলিয়াস হোসাইন লিখেছেন, ‘সালমান শাহের মায়ের ২৯ বছরের প্রচেষ্টায় ৩ দিন আগে হত্যা মামলা দায়ের সম্ভব হয়েছে।’

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় কেন বাঁশের ছড়াছড়ি?
টিপু সুলতানের বই কিনলে মিজানের হোটেলে খাবার ফ্রি!
প্রশ্ন রেখে তিনি পোস্টে লিখেছেন, ‘আদালতের নির্দেশে মামলা দায়েরের পরেও আসামিরা ঘুরে বেড়াচ্ছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে! এটা কেমন হত্যা মামলা?’
সবশেষে তিনি দাবি জানান, ‘সালমান শাহ্ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, সেটা বিচার করবে আদালত। কিন্তু আসামিদের তো ধরতে হবে। তদন্ত করতে হবে। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।’
এসইউ/এএসএম

2 weeks ago
13









English (US) ·