দেশের অনলাইন কেনাকাটায় যুক্ত হলো নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সাধ্যের মধ্যে’। গত ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই প্ল্যাটফর্মটি। গ্রাহকদের সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা দেওয়াই এর মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, সাধ্যের মধ্যে নামের মধ্যেই তাদের মূল দর্শন নিহিত—মানসম্মত পণ্য সাধারণ মানুষের সাধ্যের ভেতর পৌঁছে দেওয়া।
প্ল্যাটফর্মটিতে থাকছে ঘি, মধু, সরিষার তেল, বাদামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, মুদি সামগ্রীসহ নানা ক্যাটাগরির পণ্য। ক্রেতারা ওয়েবসাইট (saddhermoddhe.com) ও ফেইসবুক পেইজ (SaddherModdhe) উভয় মাধ্যমেই অর্ডার করতে পারবেন।
সাধ্যের মধ্যে টিম জানায়, তারা সরাসরি নির্ভরযোগ্য সরবরাহকারী ও উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করবে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় দাম তুলনামূলকভাবে কম থাকবে।পাশাপাশি পণ্যের গুণগত মান ও সময়মতো ডেলিভারির ব্যাপারে কঠোর নজরদারি থাকবে।
উদ্বোধনের প্রথম মাসে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড় ও ফ্রি ডেলিভারি অফার। এ ছাড়া নির্দিষ্ট এলাকাগুলোতে দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে স্থানীয় ডেলিভারি পার্টনারদের যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাফি আদনান বলেন, আমরা চাই মানুষ ঘরে বসেই ন্যায্য দামে বাজার করতে পারুক। সাধ্যের মধ্যে শুধু একটি অনলাইন দোকান নয়; বরং সাশ্রয়ী জীবনযাপনের এক সহায়ক সঙ্গী হবে। যেখানে ক্রেতারা খুঁজে পাবে আস্থার ঠিকানা।

3 hours ago
4








English (US) ·