সিনেমার জন্য মেকআপ করা ছেড়ে দিচ্ছি: পূজা চেরী

13 hours ago 8
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জমকালো আয়োজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরী, নির্মাতা রেদওয়ান রনি, শিহাব শাহীন, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটিতে আগেই চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর অভিনয়ের খবর প্রকাশ পায়। তবে নায়িকার নাম ছিল চমক হিসেবে রাখা। অবশেষে সেই রহস্য উন্মোচন করে জানানো হয়—নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। মহরতে একেবারে সাদামাটা সাজে—অর্থাৎ মেকআপ ছাড়াই উপস্থিত হন পূজা চেরী। বিশেষ আকর্ষণ ছিল তার প্রবেশ—পালকিতে চড়ে মঞ্চে আসেন তিনি। পালকি থেকে নামতে সহায়তা করেন ‘দম’-এর দুই অভিনেতা, চঞ্চল ও নিশো। মঞ্চে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পূজা বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। ইতিমধ্যে নিজেকে মেকআপ থেকে দূরে রাখার চেষ্টা করছি।’ তিনি আরও যোগ করেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’ নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘দম’ নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এটি সার্ভাইভাল ঘরানার গল্প। খুব শিগগিরই শুরু হবে শুটিং, আর সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
Read Entire Article