বাগেরহাটের মোংলার পশুর নদীতে বোট উল্টে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ও সাবেক পাইলট রিয়ানা আবজালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে জয়মনিরঘোলের সরকারি খাদ্যগুদামের জেটি এলাকার পশুর নদী থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোটযোগে যাত্রা শুরু করে। বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খালসংলগ্ন এলাকায় পৌঁছলে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বোটে থাকা একজনক কোস্টগার্ডকে জানালে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সকাল ৭টায় সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

2 hours ago
3









English (US) ·