সোনালী ব্যাংক স্টাফ কলেজে হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি)’ শেষে সনদ দেওয়া হয়েছে।
সোমবার (২০ মে) ব্যাংকটির পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাজধানীর উত্তরায় অবস্থিত স্টাফ কলেজ অডিটরিয়ামে প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। স্টাফ কলেজের প্রিন্সিপাল (জেনারেল ম্যানেজার) সাহিদা খানমের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে স্টাফ কলেজের সব নির্বাহী, ফ্যাকাল্টি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএআর/জেএইচ/জেআইএম

5 months ago
14









English (US) ·