যশোরের কেশবপুরে স্কুল পড়ুয়া ৩৭ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে উপজেলার বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সম্মিলনী সেবা সংস্থার বাস্তবায়নে ওই বাইসাইকেলগুলো দেওয়া হয়।
সম্মিলনী সেবা সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক অতিরিক্ত সচিব ড. জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলনী সেবা সংস্থার পরিচালক আব্দুল্লাহ-নূর-আল আহসান, সহসভাপতি আসাদুজ্জামান খান, কোষাধ্যক্ষ কৃষ্ণ রঞ্জন নাথ, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্ত্তী, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরো, পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ৫টি বিদ্যালয়ের ১১ জন ছাত্র ও ২৬ জন ছাত্রীকে ওই বাইসাইকেল হস্তান্তর করেন অতিথিরা। এমন উদ্যোগে দূরের বাড়ি থেকে এসব শিক্ষার্থীদের আর কষ্ট করে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হবে না।
এমন উপহার পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

5 months ago
38









English (US) ·