স্তন ক্যানসার প্রতিরোধে সবার ভূমিকা চান চসিক মেয়র

23 hours ago 7

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্বে প্রতি আটজন নারীর মধ্যে একজন স্তন ক্যানসারে আক্রান্তের ঝুঁকিতে থাকেন। প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার শনাক্ত করা গেলে নিরাময়ের হার হবে ৯৫ শতাংশ থেকে শতভাগ। বাংলাদেশের সমাজব্যবস্থা রক্ষণশীল হওয়ার কারণে অধিকাংশ নারীই তাদের স্তনের সমস্যা কাউকে জানাতে চান না। তাই স্তন ক্যানসার প্রতিরোধে সমাজের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানাই।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে স্তন ক্যানসার সচেতনতা মাসের সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চসিক মেয়র এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, স্তন ক্যানসারের চিকিৎসানির্ভর করে রোগটি শরীরের আর কোনো অঙ্গে ছড়িয়েছে কি না। দেরিতে বা শেষ পর্যায়ে এ রোগ শনাক্ত হলে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। তা ছাড়া ঝুঁকি এবং চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। পরিবারের আর্থিক অবস্থা কিংবা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে এক মাসে স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য ৭০২ জন নিবন্ধন করেন। তাদের মধ্যে বিনামূল্যে কনসালটেশন নিয়েছেন ৪৫১ জন। নতুন করে ১২ জন স্তন ক্যানসারের রোগী শনাক্ত হয়, যেখানে ২৫ বছরের তরুণী থেকে শুরু করে রয়েছে ৭২ বছরের বৃদ্ধা রয়েছেন।

Read Entire Article