স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলে সম্বোধন করলে কী হয়

5 hours ago 3

স্বামী-স্ত্রী জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না সবকিছুই একসঙ্গে ভাগ করেন। জীবনের অনেক চড়াই-উতড়াইয়ের সাক্ষী হন তারা। দীর্ঘ সময়ের সম্পর্কের টানে একে-অপরকে নানা আদুরে নামে ডাকেনও অনেকে দম্পতি। তবে দেখা যায়, কেউ কেউ ভালোবেসে স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি এমন সম্বোধন অনুমোদন করে?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে জানান, ভালোবেসে স্ত্রীকে বোন বলে ডাকা বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ। কেননা হাদিস শরীফে এ বিষয় থেকে নিষেধ করা হয়েছে।

হজরত আবু তামীমাহ আল-হুজাইমী (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, ‘হে আমার বোন’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন। (আবু দাউদ)

ইয়াহইয়া শহিদ বলেন, এ হাদিসকে সামনে রেখে ইমামগণ ফাতাওয়া দিয়েছেন, স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ। একইভাবে স্বামীকে ভাই বলে সম্বোধন করাও অনুচিত। (ফাতহুল কাদির :  ৪/৯১, ফাতাওয়া হিন্দিয়া :  ১/৫০৭, রদ্দুল মুহতার :  ৩/৪৭০)

সুতরাং স্বামী স্ত্রীকে বোন বা স্ত্রী স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকতে হবে। তবে কেউ এমনটা করে ফেললে এ কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

Read Entire Article