স্ত্রীকে মারধরে নিষেধ করায় বড় ভাইকে পিটিয়ে মারল ছোট ভাই
                    
            
            পাবনা সদর উপজেলায় স্ত্রীকে মারধরে নিষেধ করায় আব্দুল ওহাব মণ্ডল নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই আরব মণ্ডল। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। 
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ৩টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে। অভিযুক্ত আরব মণ্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি গত ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে ছোট ভাই আরব আলী ঝগড়া করে স্ত্রীকে মারধর করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করেন। এ ঘটনায় তাকেও মারধর করা হয়। এরপর বড় ভাই দৌড়ে পালাতে গেলে মাঠের মধ্যে গিয়ে তার মাথায় হাতুড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর আরব আরব আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। গতকাল রাত ৩টার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেছে। এ ঘটনায় আরব মণ্ডল ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি চাই।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, গত রাত ৩টার দিকে তাকে হাতুড়িপেটা করা হয়েছে। এরপর সকালের দিকে তিনি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরব মণ্ডলকে স্থানীয়রা আটকে রাখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।                    
                    
        
        
 5 months ago
                        46
                        5 months ago
                        46
                    








 English (US)  ·
                        English (US)  ·