স্বাভাবিকের চেয়ে ২১ দিন পর তুষারে ঢাকলো মাউন্ট ফুজি

3 weeks ago 7

জাপানের মাউন্ট ফুজির চূড়ায় এই শীত মৌসুমে প্রথমবারের মতো তুষারপাত দেখা গেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর), যা গড় সময়ের তুলনায় ২১ দিন দেরিতে ঘটেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

১৮৯৪ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে বিলম্বিত সময়গুলোর একটি।
তবে গত বছরের তুলনায় এবার কিছুটা আগেই তুষার পড়েছে। ২০২৪ সালে ৭ নভেম্বর প্রথম তুষারে ঢেকেছিল ফুজির ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু চূড়া, যা ছিল রেকর্ড অনুযায়ী সবচেয়ে দেরিতে আসা তুষারপাত।

সাম্প্রতিক বছরগুলোতে ফুজিতে প্রথম তুষারপাতের সময় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, তবে এর সঠিক কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কোফু পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মামোরু মাতসুমোতো।

চলতি বছরের আগস্টে জাপান ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিল টোকিওর উত্তর-পশ্চিমে ইসেসাকি শহরে তাপমাত্রা পৌঁছায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে (১০৭.২ ফারেনহাইট)।

কোফু পর্যবেক্ষণ কেন্দ্রের মতে, ফুজির প্রথম তুষারপাত বলতে বোঝানো হয় গ্রীষ্মের পর প্রথমবার এমন সময়, যখন পর্বতের চূড়ার সম্পূর্ণ বা আংশিক অংশ নিচ থেকে সাদা তুষারে ঢাকা দেখা যায়।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article