বর্তমানে বাজারে পরিধানযোগ্য প্রযুক্তির সবচেয়ে জনপ্রিয় দুটি গ্যাজেট হলো স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ড। দুটোই দেখতে মিল থাকলেও ব্যবহার, ফিচার ও সুবিধার দিক থেকে বড় পার্থক্য রয়েছে। তাই যে কোনো একটি কিনে ফেললেই হবে না কী কাজের জন্য ব্যবহার করতে চান, কতটা বাজেট আছে, আর কতটা স্মার্ট ফিচার প্রয়োজন সেগুলো ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
যারা মূলত স্বাস্থ্য সচেতন, প্রতিদিন কত স্টেপ হাঁটা হলো, কত ক্যালরি খরচ হলো, ঘুম ঠিকমতো হচ্ছে কি না-এসব জানতে চান, তাদের জন্য ফিটনেস ব্যান্ডই যথেষ্ট। এগুলো হালকা ও আরামদায়ক, স্পোর্টস বা জিমে কোনোরকম বিরক্তও করে না। ব্যাটারি ব্যাকআপও অসাধারণ; একবার চার্জ দিলে ৭ থেকে ১৪ দিন পর্যন্ত আরামেই চলে। তবে ছোট ডিসপ্লের কারণে নোটিফিকেশন বা মেসেজ পড়া একটু অসুবিধা হতে পারে। আবার অনেক ব্যান্ডে উন্নত সেন্সর বা জিপিএস থাকে না।
অন্যদিকে স্মার্টওয়াচ শুধু স্বাস্থ্য ট্র্যাকিং নয়, স্মার্টফোনের অনেক কাজও করে দেয়। বড় স্ক্রিনে নোটিফিকেশন দেখা, কল রিসিভ করা, মিউজিক কন্ট্রোল, জিপিএস নেভিগেশন সবই হাতের ঘড়িতেই পাওয়া যায়। অনেক স্মার্টওয়াচে উন্নত স্বাস্থ্য ফিচার যেমন ব্লাড অক্সিজেন, ইসিজি বা স্ট্রেস মনিটরিং পর্যন্ত থাকে।
ডিজাইনের দিক থেকেও স্মার্টওয়াচ অনেক প্রিমিয়াম, তাই যারা স্টাইল ও গ্যাজেট দুটোকেই একসঙ্গে গুরুত্ব দেন, তারা স্মার্টওয়াচই বেশি পছন্দ করেন। তবে এত সুবিধার কারণে ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক কম বেশিরভাগ মডেলে ১ থেকে ৩ দিন পর্যন্ত চলে।
বিষয়টি মূলত ব্যক্তিগত প্রয়োজনের ওপর নির্ভর করে। বাজেট কম, শুধু স্বাস্থ্য ট্র্যাকিং বা দৈনন্দিন ব্যায়াম মনিটরিং এইটুকুর প্রয়োজন হলে ফিটনেস ব্যান্ডই উপযুক্ত। আবার অফিস, ভ্রমণ, মিটিং কিংবা ফোন হাতে না নিয়েও কল ও নোটিফিকেশন দেখার দরকার হলে স্মার্টওয়াচ হবে বেশি সুবিধাজনক। একইভাবে যারা ঘড়িকে ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহার করেন, তাদের কাছেও স্মার্টওয়াচই বেশি জনপ্রিয়।
আসলে দুটোই জীবনে প্রযুক্তির নতুন সুবিধা যোগ করে। কিন্তু ডিভাইস সঠিক হলে ব্যবহার আনন্দদায়ক হয়, ভুল হলে কয়েক দিনের মধ্যেই বিরক্তিকর। তাই কেনার আগে ভাবুন আপনি কতটা স্মার্ট ফিচার চান, ব্যাটারি ব্যাকআপকে কতটা গুরুত্ব দেন, আর বাজেট কোথায়-এগুলো পরিষ্কার হলেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে।
আরও পড়ুন
স্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?
একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ
কেএসকে/এমএস

1 day ago
5








English (US) ·