ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা নাথান স্মিথকে নিয়ে দল ঘোষণা হয়েছে। টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি ও পেসার কাইল জেমিসন। অবসয় নেওয়ায় ঘোষিত দলে নেই কেন উইলিয়ামসন।
উপমহাদেশে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ১৫০ উইকেট নেওয়া সোধিকে দলে ফিরিয়েছেন নির্বাচকরা। চোট কাটিয়ে ফিরেছেন জেমিসনও, যিনি দলের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন। টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ভালো করা নাথান স্মিথ অভিষেকের অপেক্ষায় রয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটাই ব্ল্যাকক্যাপসদের শেষ প্রস্তুতি। এরপরই বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তারকা ক্রিকেটারদের চোটের কারণে দল গোছাতে হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টের। ইনজুরির জন্য এই সিরিজের বাইরে আছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্স।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট, নাথান স্মিথ, ইশ সোধি।

6 hours ago
6









English (US) ·