সড়কে পড়েছিল লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা

2 hours ago 5

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মনসুরাবাদ এলাকার একটি রাস্তায় পুরোনো লাগেজে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়ক সংলগ্ন মনসুরাবাদ গ্রামের জাহাঙ্গীর মোল্লার ভ্যান গ্যারেজের পাশে আঞ্চলিক রাস্তার ওপর একটি পুরোনো লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করে।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন কালবেলাকে জানান, পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল পেট্রোল বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সম্ভবত দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে এই বোমা বহন করছিল। পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article