নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ভক্তরা। তারা জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবেগঘন পোস্ট করছেন। বিশেষ দিনটি উপলক্ষে ফেসবুকে ছড়িয়ে পড়ছে অনুভূতির পসরা। সবাই শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন প্রিয় লেখককে।
রকিবুল হাসান লিখেছেন, শুভ জন্মদিন হে বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র। আপনি বাঙালির হৃদয়ে অনন্তকাল টিকে থাকবেন আপনার সৃষ্টির মাধ্যমে। আপনার লেখা, আপনার নির্মিত নাটক যেন প্রতিটা পাঠক ও দর্শকের হৃদয়ের কথা বলে। কী এক মায়া মিশিয়ে দেন আপনার সৃষ্টিকর্মে। যার টানে পাঠক, দর্শক বুঁদ হয়ে ডুবে রয়। বাঙালি পাঠকদের সাহিত্যের প্রতি গভীর টান সৃষ্টিতে আপনার অবদান অনস্বীকার্য। পরপারে ভালো থাকুন হে গুণীজন।’
রেজা শাহীন লিখেছেন, ‘শুভ জন্মদিন জাদুকর।’ আবু সাঈদ সুরুজ লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।’ আজহার মাহমুদ লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় লেখক।’
কাইকর লিখেছেন, ‘শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ স্যার, আপনার কবরের পাশে দাঁড়ালে বুকের ভেতর কেমন শূন্যতা অনুভব করি, চোখে জল জমে। স্যার, একবার আপনার সঙ্গে দেখা না হওয়ার আফসোস আমায় আজীবন পোড়াবে। আফসোস...।’
আরও পড়ুন
টিপু সুলতানের বই কিনলে মিজানের হোটেলে খাবার ফ্রি!
যে কটেজে রবীন্দ্রনাথ ও নজরুলের দেখা হয়েছিল
নাঈম হোসাইন ফারুক লিখেছেন, ‘আজকে হুমায়ূন আহমেদের জন্মদিন। হুমায়ূন কতটুকু ভালো মানুষ ছিলেন সেটা বিরাট বিতর্কের ব্যাপার। হুমায়ূনের লেখায় কতটুকু ডেপথ ছিল সেটাও বিতর্কিত। আমার ধারণা কিছু উপন্যাসে ছিল, কিছু উপন্যাসে ছিল না। হুমায়ূন নানান কুসংস্কারে বিশ্বাস করতেন। তার বহু লেখাতেই সেগুলো প্রকাশ পেয়েছে। কিন্তু আজকের পয়েন্ট সেটা না। হুমায়ূন আহমেদ লিটারেলি সাহিত্য রচনার একটা নতুন স্টাইল জন্ম দিয়ে গেছেন। একদম সাদামাটা ভাষায় পাঠককে কীভাবে চুম্বকের মতো আকর্ষণ করতে হয় দেখিয়ে গেছেন। তা সে কন্টেন্ট যেমনই হোক। তিনি নিঃসন্দেহে গল্পের জাদুকর। শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ।’
স্বাধীন খসরু লিখেছেন, ‘শুভ জন্মদিন আমাদের কথা জাদুকর। আপনার প্রিয় বাংলাদেশ এখন মোটেও ভালো নেই! ভালো থাকুন অদেখা ভুবনে, আত্মার শান্তি কামনায়।’
ফারুক আহমেদ লিখেছেন, ‘কলম জাদুকর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। জন্মদিনের শুভেচ্ছা শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ। ওপারে ভালো আছেন আশা করি।’
এসইউ/এমএস

1 hour ago
3








English (US) ·