খুলনার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে পাইকগাছা থানার সামনের শিবসা নদীর চরে মাছ ধরতে যাওয়া জেলেরা রিপনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। এ রহস্যের উদ্ঘাটন করা জরুরি।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা ঘটনাটি তদন্ত করছি।

7 hours ago
4









English (US) ·