হামজা-সামিতকে নিয়ে কেমন হবে লাইনআপ
                    
            
            হামজা চৌধুরীর পর সামিত সোমকে পাচ্ছে বাংলাদেশ, বাড়ছে হ্যাভিয়ের ক্যাবরেরার রসদ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কানাডায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলারকে পাওয়া যাবে। তাতে বাংলাদেশের মাঝমাঠ শক্তিশালী হচ্ছে। আক্রমণভাগে ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি লাল-সবুজদের আরও সমৃদ্ধ করবে। বাড়ছে কৌতূহল—কেমন হবে বাংলাদেশের লাইনআপ!
কৌতূহলটা বেশি মাঝমাঠ এবং আক্রমণভাগ নিয়ে। হামজা চৌধুরী আসার আগে এ পজিশনে মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়রের পাশে কখনো চন্দন রায় কখনো জামাল ভূঁইয়াকে খেলতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে জামাল ভূঁইয়ার গেম টাইম কমে এসেছে। খুব একটা খেলার সুযোগ না পাওয়া ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের সুযোগ আরও কমে আসবে। কারণ, হামজা চৌধুরীর মতো সামিত সোমও মাঝমাঠের খেলোয়াড়। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী সামিত সোমের পাশে মোহাম্মদ হৃদয়কে হয়তো দেখা যাবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। তাদের সঙ্গী হতে পারেন দুই সোহেল রানার একজন।
এখানে বড় প্রশ্ন হচ্ছে, একাধিক পজিশনে খেলার দক্ষতাসম্পন্ন হামজা চৌধুরীকে মাঝমাঠের কোন পজিশনে খেলাবেন হাভিয়ের ক্যাবরেরা? মাঝমাঠের ডিফেন্সিভ কিংবা সেন্ট্রাল—দুই পজিশনেই খেলতে পারেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের প্রমোশনের প্লে-অফের প্রতীক্ষায় থাকা ২৭ বছর বয়সী মিডফিল্ডার। বিভিন্ন ম্যাচে তাকে রাইটব্যাক হিসেবে খেলতে দেখা গেছে। বাংলাদেশের রক্ষণের তুলনায় সমস্যা বেশি মাঝমাঠ ও আক্রমণভাগে। সে দৃষ্টিকোণ থেকে হামজা চৌধুরীকে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাবেন হাভিয়ের ক্যাবরেরা। সামিত সোমকে সেন্ট্রাল কিংবা অ্যাটাকিং মিডফিল্ড—দুই বিভাগে খেলানো যেতে পারে।
মাঝমাঠে দুজনের সৃজনশীলতার সুযোগ কাজে লাগাতে ফাহমিদুল ইসলাম আক্রমণভাগে থাকলে দূর হতে পারে বাংলাদেশের গোল স্কোরিংয়ের চিরায়ত সমস্যা। সেক্ষেত্রে শেখ মোরসালিন, মুজিবুর রহমান জনি ও শাহরিয়ার ইমনের খেলার সুযোগ কমে আসতে পারে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে আক্রমণভাগে রাকিব হোসেন ছিলেন দূরন্ত। বসুন্ধরা কিংসের এ উইঙ্গারের সঙ্গে ফাহমিদুল ইসলামের রসায়ন মিলে গেলে তা হবে বাংলাদেশের জন্য দারুণ বিষয়।
কিন্তু মিডফিল্ড ও আক্রমণভাগে কাকে খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করে প্রতিপক্ষ এবং ম্যাচের গতিপ্রকৃতির ওপর। কোচের ম্যাচ কৌশলের ওপর খেলোয়াড় বিন্যাস নির্ভর করে। হামজা চৌধুরী ও সামিত সোমের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ স্কোয়াডে রসদ বেড়েছে বটে, প্রকৃত সুফল পেতে হলে প্রয়োজন বিভিন্ন পজিশনের খেলোয়াড়দের সঠিক মিশ্রণ। এ জায়গায় হ্যাভিয়ের ক্যাবরেরা কেমন করবেন, তার ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য।                    
                    
        
        
 5 months ago
                        79
                        5 months ago
                        79
                    








 English (US)  ·
                        English (US)  ·