ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় এ রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. আশরাফুল ওমর।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে গতকাল বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে ঢাকার নিউমার্কেট থানাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এজাহারনামীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে প্রতিষ্ঠানটির চার কোটি তিন লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সোহাগ মিয়া গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।
এমআইএন/এমকেআর/জিকেএস

5 months ago
37









English (US) ·