হাসেম ঢালীর মৃত্যুতে ফখরুলের শোক

1 week ago 14

ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীনের বাবা মো. হাসেম ঢালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মরহুমের দেশের বাড়ি শরীয়তপুর জেলার ফতেজঙ্গপুর ইউনিয়ন নগর গ্রামে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত শোকবার্তায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজি মো. হাসেম ঢালীর মৃত্যুর সংবাদে আমি গভীর শোকাহত।

‌‘তিনি প্রতিবেশীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। পরহেজগার ও সজ্জন ব্যক্তি হিসেবেও মরহুম হাজি মো. হাসেম ঢালী এলাকায় সুপরিচিত। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব এবং শোকাহত পরিবারকে মৃত্যুর শোক সহ্যের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে ঢালী নাসিরের বাবার মৃত্যুতে ইতালিতে শোকের ছায়া নেমে এসেছে। রোমসহ পুরো ইতালিতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোকপ্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা রোমের স্থানীয় টিএমসি মুসলিম সেন্টারে ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি, সিকে ফুড ইতালির স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার আয়োজনে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মুসল্লীরা দোয়ায় অংশগ্রহণ করেন। এ ব্যাপারে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী ঢালী নাসির উদ্দীন বলেন, বাবা একদম সাধাসিধে জীবন যাপন করতেন। এলাকার মানুষ খুবই সম্মান করতেন। বাবাও মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। এভাবেই তিনি নিজ এলাকায় সবার প্রিয় মানুষ ছিলেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন। তিনি ইতালিপ্রবাসীসহ সকল শ্রেণির পেশার মানুষের কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন। যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

এমআরএম/এএসএম

Read Entire Article